ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক একটি প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ টাকা মূল্যমানের চুলের বস্তা ছিনতাই হয়। এ অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ আগষ্ট) রাত ৮টার দিকে মালামালসহ অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ এবং একজনকে আটক করেছে বুড়িচং থানার পুলিশ। ওই ঘটনায় ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বাদী হয়ে সাজিদুল আলম ও অজ্ঞাত ছিনতাইকারীদের বিরুদ্ধে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ইয়াকিন হিউম্যান হেয়ার প্রসেসিং অ্যান্ড সাপ্লাই নামক প্রতিষ্ঠানটির ৮ বস্তা চুল নিয়ে অটোরিকশা দিয়ে কুমিল্লা-বুড়িচং-মীরপুর প্রধান সড়ক দিয়ে কুমিল্লা শহরে দিকে নিয়ে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির মালিক হুমায়ুন কবির । এ সময় ওই অটোরিকশা খাড়াতাইয়া এলাকায় পৌঁছালে একটি ছিনতাইকারী দল অটোরিকশার গতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে চালককে মারধর করে অটোরিকশাসহ মালামাল ছিনতাই করে নিয়ে যায়। পরে আগানগর এলাকায় এনে অটোরিকশার মালামাল অন্য অটোরিকশায় পরিবর্তন করে কণ্ঠনগর দিকে নিয়ে যায় ছিনতাইকারী।
পরে প্রতিষ্ঠানের মালিক হুমায়ুন কবির বুড়িচং থানায় অভিযোগ করলে ওসি মারুফ রহমানের নির্দেশে এসআই শরীফুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স প্রাথমিকভাবে ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেন। উক্ত ফুটেজে ছিনতাইকারীকে চিহ্নিত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অটোরিকশা চালককে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফুর রহমান জানান, মামলার মূল আসামিদের এখনও আটক করা সম্ভব হয়নি। তবে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
Last Updated on August 2, 2022 8:03 pm by প্রতি সময়