এবার এসএসসিতে ভাল ফলাফলের কারণে একাদশে ভর্তিযুদ্ধের চিত্রটাও পালটে যাবে। বিশেষ করে মানসম্পন্ন কলেজগুলোতে আসন না বাড়ায় ভর্তিতে তীব্র প্রতিদ্বন্ধিতা হবে।একাদশে ভর্তির প্রথম পর্যায়ের মনোনীতদের তালিকায় বুঝা যাবে ভর্তিযুদ্ধটা কেমন হবে এবারে।হাকডাক নেই এমন কলেজে এবারও শিক্ষার্থী সংকটে একাদশে আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
গত ৯ আগস্ট সকাল ৭টা থেকে একাদশে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ২০ আগস্ট রাত ১২টায় শেষ হয়। ২৫ আগস্ট (মঙ্গলবার) রাত ৮টায় প্রথম পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪১৩ কলেজ রয়েছে। বর্তমানে এসব কলেজে একাদশ শ্রেণিতে মোট ভর্তির আসন রয়েছে ১ লাখ ৯০ হাজার ৬০৫ টি। এসব আসনের বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ১ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৪১৩ টি কলেজে বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৫৬ হাজার ২৫ টি, মানবিক বিভাগে আসন রয়েছে ৬৬ হাজার ৬১৫ টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আসন রয়েছে ৬৭ হাজার ৯৬৫ টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৩৬টি সরকারি কলেজসহ মোট ৪১৩টি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আসন রয়েছে প্রায় ১ লাখ ৯০ হাজার ৬০৫ টি। এসব আসনের বিপরীতে ভর্তি হওয়ার জন্য আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৮৫৮ জন। তারা মোট ৬ লাখ ২৮ হাজার ১৬টি আবেদন করেছে। তিনি বলেন, সর্বশেষ ১০ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশের পর ১১ ও ১২ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর কলেজ ভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশের পর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৫ আগস্ট রাত ৮টায় প্রথম পর্যায়ে একাদশে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৬ থেকে ৩০ অগাস্টের মধ্যে সিলেকশন নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএস এর মাধ্যমে ২০০ টাকা ফি দিয়ে নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। ৫-৬ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। ৭-৮ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। ১১ ও ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চিত না করলে আবেদন বাতিল হবে। ১৩ সেপ্টেম্বর রাত কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুস ছালাম বলেন, করোনাকালীন সময়ে সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্কুলার অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে বোর্ডের দায়িত্বশীলদের পাশাপাশি স্ব স্ব কলেজের দায়িত্বশীলরাও ভর্তির বিষয়ে প্রক্রিয়াগতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের গতি আরো বাড়বে বলেও জানান তিনি।
# দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 24, 2020 4:22 pm by প্রতি সময়