শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বুড়িচংয়ে শহীদদের স্মরণে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে চার অপহরণকারি আটক চান্দিনায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ব্রাহ্মণপাড়ায় প্রেমঘটিত ঘটনায় গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাস ফেরত যুবকের মৃত্যু চান্দিনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদারদের মানববন্ধন চান্দিনা পৌর সভার সাবেক মেয়র মফিজুল ইসলাম গ্রেফতার  কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বুড়িচংয়ের দখল হওয়া খাল উদ্ধারে দ্রুত অভিযান শুরু হবে : ইউএনও  কুমিল্লার মেঘনায় স’মিলের আড়ালে মাদক কারবার, জড়িত চারজন গ্রেফতার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : ৬ মাসে ১৩ প্রাণ ঝরেছে কুমিল্লার দাউদকান্দি অংশে কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে : ব্রাহ্মণপাড়া ইউএনও চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক কুমিল্লার আলেখারচরে চব্বিশের শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ‘মিথ্যার কালো যাদু’ মনির হোসেন জীবনের কবিতা কুমিল্লায় ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা বেড়েছে : জেলা প্রশাসক বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : মামলার আসামিকে মারধর করে পুলিশে দিল স্থানীয়রা নগরীতে সাহা মেডিকেল হলের কান্ড! ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন

কুমিল্লায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

প্রতিসময় ডেস্ক
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২১০ দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। প্রতি বছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি।

দিনটি স্মরণে মঙ্গলবার (৩০ মে) সারা দেশের ন্যায় কুমিল্লাতেও দোয়া মাহফিল, আলোচনাসভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করেছে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি।

এদিন সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল,কোরআন খতম ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বাৱী আবু।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

এদিকে একই দিন সকালে নগরীর নানুয়াদিঘী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন করা হয়। এ সময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি মনিরুল হক চৌধুর, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু,,আবুল হোসেন, বদরুল হাসান রাব্বু প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে দাউদকান্দি থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী শাহীন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩০ মে) বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের  দাউদকান্দিস্থ বাসভবনে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে ও আলোচনাসভায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কমনায় এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে ও কাউছার আলম সরকারের সঞ্চালনায় মিলাদ মাহফিল ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাক সরকার,বাবুল মোল্লা,কামাল হোসেন সরকার,মাহাবুবুল আলম হিরন,পৌর বিএনপি নেতা কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন,পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তালুকদার, আসাদুজ্জামান লিমন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল মোল্লা,পৌর মহিলা দলের সভাপতি আইরিন সরকার,সাধারণ সম্পাদক শিল্পী আক্তার প্রমুখ।

উল্লেখ্য, জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম গ্রহণ করেন। তিনি ইস্ট বাংলা রেজিমেন্ট-ইপিআরের বাঙালি পল্টনের মেজর ছিলেন। স্বাধীনতার পর তিনি তৎকালীন বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাবে ভূষিত হন। এরপর তিনি সেনাবাহিনীর প্রধান হন। মোশতাক সরকারের ৮১ দিনের শাসনের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন।

Last Updated on May 30, 2023 7:37 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!