কুমিল্লা নগরীর মনোহরপুরে গোয়েন্দা পুলিশ দেখে মাইক্রোবাস থামিয়ে দৌড়ে পালিয়েছে চালকসহ দুজন ব্যক্তি । এ সময় গাড়ি তল্লাশী করে পাওয়া যায় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি। পরে গাড়িসহ শাড়িগুলো জব্দ করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
বুধবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি কর্মকর্তা রাজেস বড়ুয়া বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে মনোহরপুরে একটি মাইক্রোবাস গোয়েন্দা পুলিশ দেখে হঠাৎ থেমে যায়। এ সময় চালকসহ দুজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশী করে আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ পিস শাড়ী ও ১ টি মাইক্রো গাড়ি বাস জব্দ করা হয়। জব্দ শাড়ির বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার বেশী। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
Last Updated on August 9, 2023 5:11 pm by প্রতি সময়