আধুনিক চিকিৎসা সেবার সঙ্গে তাল মিলিয়ে সরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতি মেশিন স্থাপনসহ চিকিৎসা সেবার মান বেড়েছে উল্লেখ করে কুমিল্লা-৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, এক সময় জেলা-উপজেলার রোগীদের একটি বড় অংশ উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখি হয়ে পড়তো। সেই দৃশ্য অনেকটাই কমে এসেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জেলার সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবার মান বেড়েছে। জেলা উপজেলাতে নির্মাণের পাশাপাশি নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি স্থাপন করা হয়েছে নতুন মেশিন, যন্ত্রপাতি। শয্যা ও সক্ষমতা বাড়ানো হয়েছে সরকারি হাসপাতালগুলোতে। জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মৌলিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে নেই কোন ঘাটতি। হাসপাতালগুলোয় দক্ষ চিকিৎসক ও নার্সের সংকটও নেই। ফলে আশানুরূপ সেবা নিয়ে সরকারি হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছে রোগীরা।
রবিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইটিটি মেশিন ও ডায়ালাইসিস মেশিন স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন এমপি বাহার।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের খোঁজখবর ও তাদের সঙ্গে কথা বলে এমপি বাহার সাংবাদিকদের জানান, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিনের সংখ্যা নয়টিতে দাঁড়িয়েছে। নতুন করে যুক্ত হয়েছে ইটিটি মেশিন। রোগীরা জানিয়েছেন বেসরকারি হাসপাতালে এ ধরনের মেশিনে ব্যয়বহুল চিকিৎসা খরচ হয়ে থাকে। আমরা বলেছি, মাত্র ৪শ টাকায় এখানে ডায়ালাইসিসের চিকিৎসা সেবা নেওয়া যাবে। আর ইটিটির খরচও অনেক কম। রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে এমনটি শুনে খুবই ভালো লাগলো। এটা অনস্বীকার্য যে, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে সরকারি হাসপাতালগুলোতে মানুষ উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ, উপাধাক্ষ্য ডা. মো. ইজাজুল হক, হৃদরোগ বিভাগীয় প্রধান ডা. বেলাল হোসেন, কিডনি বিভাগীয় প্রধান ডা. বাবলু কুমার পাল ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন প্রমুখ।
Last Updated on October 1, 2023 8:33 pm by প্রতি সময়