‘আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
রবিবার (২২অক্টোবর) বেলা ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) এবং দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.তৌহিদ আল হাসান, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, দাউদকান্দি ফায়ার সার্ভিসের এসও মোহাম্মদ রাসেল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো.রকিব উদ্দিন রকিব, নিসচার দাউদকান্দি উপজেলা শাখার পৃষ্ঠপোষক মো.কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সদস্য সচিব গণমাধ্যমকর্মী আলমগীর হোসেন।
র্যালী ও সমাবেশে উপজেলা প্রশাসন, হাইওয়ে ও জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, নিসচা’র সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
Last Updated on October 22, 2023 6:25 pm by প্রতি সময়