কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. লুৎফুর রহমান বলেছেন, কুমিল্লা একটি প্রাচীন ও সমৃদ্ধ জেলা। তাই কুমিল্লার সাংবাদিকদের সবসময় বড় পরিসরে কাজ করার মানসিকতা নিয়ে মাঠে থাকতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। সাংবাদিকরা সমাজের সামনের সারির লোক। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পেশাগতভাবে স্বচ্ছতার অধিকারি সাংবাদিকরাই পারে সমাজে সত্য ও সুন্দর প্রতিষ্ঠায় কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা বিভিন্ন সময় নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে কাজ করে থাকেন। ব্যক্তিগত, পারিবারিক দুর্ঘটনা, সমস্যায় পড়েন। সাংবাদিকদের কল্যাণের জন্যই সাংবাদিক কল্যাণ তহবিল প্রয়োজন। এধরণের একটি উদ্যোগ কুমিল্লা প্রেসক্লাবে রয়েছে। আমরা এই তহবিল সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তাই আমি বলবো, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা নামে যে সংগঠনটি গত এক বছর ধরে সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে, এটি সাংবাদিকদের কল্যাণের জন্য একটি নিবেদিত সংগঠনে পরিণত করতে হবে। তাই এই সংগঠনের একটি কল্যাণ তহবিল গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার প্রধান উপদেষ্টা ও কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লার সভাপতি ও দি ডেইলি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াসমীন রীমা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, সাংবাদিক ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ও নেক্সাস টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি দিল রুবাইয়াৎ সুরভী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন. শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক সমতটের কাগজ পত্রিকার সম্পাদক জামাল উদ্দিন দামাল, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ফটো সাংবাদিক এন কে রিপন, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার অর্থ সম্পাদক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, জাগো কুমিল্লা অনলাইন পত্রিকার সম্পাদক অমিত মজুমদার, লেখক ও কলামিষ্ট ডা. আবদুল আউয়াল, বাংলাদেশের আলো পত্রিকার সিনিয়র ষ্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন ও দৈনিক সূর্যোদয় পত্রিকার জেলা প্রতিনিধি এডভোকেট তাপস সরকার।
অনুষ্ঠানে কুমিল্লার ৫জন সিনিয়র সাংবাদিককে সম্মননা দেওয়া হয়। তারা হলেন- কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমিতি,কুমিল্লার সভাপতি ও দি ডেইলি নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াসমীন রীমা, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও একাত্তর টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, সাংবাদিক ইউনিয়ন কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু ও দৈনিক আজকের জীবনের প্রতিনিধি নেকবর হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের নিয়ে অতিথিরা কেক কেটে সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
Last Updated on December 7, 2023 9:58 pm by প্রতি সময়