ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম।
রবিবার কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম স্বাক্ষরিত নোটিশে ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়।
নোটিশ সূত্রে জানা যায়, উপজেলার মারুকা ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূঁইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণা ও জনসংযোগ করছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যেম ছবি প্রকাশিত হয়েছে।যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ৪(১)স্পষ্ট লঙ্ঘন।
পত্র প্রাপ্তির তিন কার্য দিবসের (২৭ ডিসেম্বর) মধ্যে কুমিল্লা-১(দাউদকান্দি-তিতাস) আসনের দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূঁইয়াকে লিখিত জবাব চেয়ে নির্দেশ প্রদান করা হয়।
Last Updated on December 25, 2023 5:49 pm by প্রতি সময়