কুমিল্লায় এক যুবককে নির্যাতন চালিয়ে পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত যুবক উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া চকের বাড়ির মৃত মরম আলীর ছেলে মো. মাসুম (২৮)।
নিহতের মা মাসুদা বেগম জানান বুধবার দুপুর ২টায় মাসুম খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আসর নামাজের পর ফোন দিয়ে বিকাশে ৫০,০০০(পঞ্চাশ হাজার টাকা) নেয়। সন্ধ্যা হয়ে গেলে আমার মেয়ে ফোন দিয়ে বাড়িতে আসতে বললে ওই প্রান্ত থেকে বলে আপনার ভাই কালকে আসবে। তখন আমি কান্না করতে থাকি।রাত আনুমানিক আটটায় খবর পাই আমার ছেলে গৌরীপুর হাসপাতালে। গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে নির্যাতনের দাগ এবং পায়ের রগ কাটা।দ্রুত ঢাকা নেওয়ার পথে মেঘনা এলাকায় পৌছলে আমার ছেলে মারা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, মাসুম মাদক ব্যবসার সাথে জড়িত ছিল,তাদের ধারণা মাদকের টাকা পয়সা নিয়ে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, নিহতের পরিবার সুত্রে জানতে পারি দাউদকান্দি উপজেলার লক্ষিপুর গ্রামের বাসিন্দা একাধিক হত্যা মামলার আাসামী শুক্কুর আলীর সাথে টাকা পয়সার লেনদেন ছিল। এছাড়া মাসুম ভিডিওতে বলে গেছে কারা তাকে মারধর করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করি দ্রুত সময়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারবো।
Last Updated on January 4, 2024 4:37 pm by প্রতি সময়