বর্তমান সময়ে ইসলামিক বক্তাদের তালিকায় দেশব্যাপী আলোচিত নাম মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী। তাকে নিয়ে নানা আলোচনা ও সমালোচনা করার মানুষের যেমন কমতি নেই, তেমনি তার ওয়াজ শুনার জন্য শ্রোতার সংখ্যাও নেহাত কম নয়।
সোশ্যাল মিডিয়ায় ওয়াজের বিভিন্ন ক্লিপস ভাইরাল হওয়া আলোচিত ইসলামিক বক্তা ফয়েজীয়া দরবার শরীফের পীর মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরী কুমিল্লায় আসছেন।
আগামীকাল শনিবার (২০ জানুয়ারি) কুমিল্লা সদর উপজেলার বলেশ্বর গ্রামের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করতে তিনি ওই গ্রামে আসছেন। এটি মুফতি তাহেরীর দ্বিতীয় বার আসা। এর আগে তিনি গত বছরের ১২ জানুয়ারি বলেশ্বর গ্রামের বার্ষিক ওয়াজ মাহফিলে বয়ান করেছিলেন।
গত বছরের ন্যায় এবারও মুফতি তাহেরীর আগমনকে ঘিরে বলেশ্বর ও আশপাশের গ্রামের ধর্মপ্রাণ মুসলিম নর-নারীর মাঝে তার ইসলামিক বক্তব্য শোনার আগ্রহ জেগে উঠেছে।
বলেশ্বর যুব সমাজ আয়োজিত ওই মাহফিলে প্রধান বক্তা থাকবেন যিন নুরাইন ওয়ালীয়া সুন্নিয়া মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওয়ালী উল্লাহ আশেকী আল ক্বাদরী।
সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড.মোঃ শরীফুল ইসলাম৷ অতিথি হিসেবে থাকবেন ঢাকাস্থ কুমিল্লা সদর সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. আবদুল মতিন , এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. জাকির হোসেন।
ওয়াজে বিশেষ বক্তা থাকবেন বলেশ্বর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোজাম্মেল হক, মাহফিল পরিচালনা করবেন বলেশ্বর উত্তরপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আলাউদ্দিন আল ক্বাদরী।
প্রসঙ্গত, প্রায় বিশ বছর ধরে তিনি ওয়াজ করছেন। ধর্মের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস, পরকালে বিশ্বাস এ সব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে থাকেন তিনি। মুফতি তাহেরি তার বয়ানে হাসি খুশির মাধ্যমে উপস্থিত শ্রোতা বা মুসল্লিদের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরির চেষ্টা করেন।
Last Updated on January 19, 2024 2:03 am by প্রতি সময়