
সাহিত্য মানুষকে শিল্প সত্ত্বায় নতুন চেতনায় সমৃদ্ধ হতে সাহায্য করে। মন ও মনন জাগ্রত করে সংস্কৃতিবোধে। নিউজ পোর্টাল ‘প্রতিসময়’ এর শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি বিভাগে আপনিও যুক্ত হতে পারেন সৃজনশীল লেখা নিয়ে। আজকে এ বিভাগে দেশপ্রেমের কবিতা নিয়ে যুক্ত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাজেদুল হক তুষার।
-মো. সাজেদুল হক তুষার-
চিরসবুজ এবং অরণ্যের সৌন্দর্যে আচ্ছাদিত দেশ
কারো কাছে বঙ্গদেশ,কারো কাছে বাংলাদেশ,
ধানের দেশ,গানের দেশ,আমার দেশ
নামটি তার বাংলাদেশ।
বাংলা ভাষার জন্য রক্তদানের দেশ
নামটি তার বাংলাদেশ,
ত্যাগ,তিতিক্ষা ও সংগ্রামের মাধ্যমে অর্জিত দেশ
আমার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
তাই ভালোবাসি তার ক্ষণে ক্ষণে
জন্মভূমি বাংলাদেশকে যখন পড়ে মনে।
লাল- সবুজের পতাকায় আঁকা
আমার স্বদেশ বাংলাদেশ,
মাছে-ভাতে বাঙ্গালীর দেশ
শান্তি এবং সমৃদ্ধির দেশ চিরসবুজ বাংলাদেশ।
চিরস্বপ্নের দেশ বাংলাদেশ
মায়া-মমতা ও ভালোবাসার দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ,
সুখ-দুঃখের রথে গাঁথা
সোনালি আঁশের বাংলাদেশ।