মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এসোসিয়েশন অফ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর (এবিসি)।
বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের বিএনসিসির কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবিসির সভাপতি আল-রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক উল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
এসোসিয়েশনপর সদস্য ইয়াসিন আরাফাত বলেন, তিনটা জেলা মিলে আমাদের এই এসোসিয়েশন। জেলা তিনটি বৃহত্তর কুমিল্লার অংশ ছিল। যার ফলে আমাদের সংস্কৃতি, আঞ্চলিক ভাষা প্রায় একই। আজকের ইফতার মাহফিলের মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দিত।
উল্লেখ্য, ইফতার শেষে আগামী এক বছরের জন্য এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
Last Updated on March 21, 2024 6:08 pm by প্রতি সময়