কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদুল ফিতরের জামাত জনসমুদ্রে রূপ নিয়েছে। এটি স্মরণকালের সর্ববৃহৎ জামাত বলে মুসল্লিরা অভিমত পোষণ করেছেন।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে নগরী ও আশপাশের এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
বৃহত্তম এ জামাত থেকে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশ নেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লীরা। ঈদের জামাতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
ঈদ জামাত শুরু হওয়ার অনেক আগে থেকেই নানা প্রান্ত থেকে মুসল্লিরা দলে দলে কেন্দ্রীয় ঈদগাহে আসতে শুরু করেন। নির্দিষ্ট সময়ের প্রায় আধঘন্টা আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। পরে সড়কেই জায়নামাজ বিছিয়ে ঈদ জামাতে শরিক হন হাজারো মুসুল্লি।
ঈদের জামাত শুরুর আগে মুসল্লী ও কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও সিটি কর্পোরেশন এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ ঈদগাহ ও মসজিদগুলোতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
Last Updated on April 11, 2024 9:25 pm by প্রতি সময়