।। সাদিক মামুন।।
দিনশেষে হোক আর
রাত শেষেই হোক
তোমাতেই স্বস্তি
তোমাতেই তৃপ্তি
তোমাতেই খুঁজে পাই
মানসিক শান্তি।
তুমি স্বপ্নের কথা শোনাও
আমি সেই স্বপ্ন বুনি
স্বপ্নের সরলরেখায়
কথার মিল খুজে পাই
তোমাতেই।
তুমি আঁধারের গল্প শোনাও
আলেয়ার পিছু না নিতে
আমি ফিরে এসে
খুঁজে পাই আলোর সন্ধান
সেই তোমাতেই।
দিনশেষে হোক আর
রাত শেষেই হোক
সেই তোমাতেই
খুঁজে পাই
প্রতিটি প্রহরের
নিস্তব্ধতা কাটিয়ে
এক অদ্ভুত শান্তি।
——————————-
২৬ মে ২০২৪, কুমিল্লা।
Last Updated on May 27, 2024 9:57 pm by প্রতি সময়