বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মহাসড়কে ডাকাতি : মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগনভূঞার বেলালের ৬ লাখ টাকার মালামাল লুট আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস মাহে রমজান ডা. তৃপ্তীশ ঘোষ ও মল্লিকা বিশ্বাসের তিন ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে আইনজীবীর লিগ্যাল নোটিশ

আওয়ামী লীগ জনগণের দল : ডা. প্রাণ গোপাল দত্ত এমপি

সোহেল রানা, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮১ দেখা হয়েছে

কুমিল্লা -৭ ( চান্দিনা) আসনের এমপি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, আওয়ামী লীগ কোন ব্যক্তি বিশেষের দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল।

 

শনিবার (১৩ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেমন আমার দল, আপনারও দল। এ দলের সকল নেতা-কর্মী দাবী করার ক্ষমতা রাখেন ‘আওয়ামী লীগ আমার দল’। সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে একই ছাতার নিচে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান তুলতে চান্দিনার সকল আওয়ামী লীগ নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহবান জানান।

 

সাবেক এমপি পুত্র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুকে উদ্দেশ্য করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বলেন, এই আওয়ামী লীগ তোমার বাবার দল, তোমার দল, আমারও দল। এটা জনগণের দল। সুতরাং আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সকল ভেদাভেদ ভুলতে হবে।

 

তিনি আরও বলেন, রক্তের বন্ধনে আত্মীয় হয় না। অনুভূতির বন্ধনে আত্মীয় হয়। যেখানে অনুভূতি ও ভালবাসা আছে, সেখানেই মাথানত করা হয়। আমি আপনাদেরকে একটা কথা বলবো চান্দিনাতে আওয়ামী লীগ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, যেভাবে গুছানো হচ্ছে আমার অবর্তমানে এ আসন থেকে যিনি আওয়ামী লীগের প্রার্থী হবেন তিনিই বিজয় নিশ্চিত করতে পারবেন।

 

মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অহিদ উল্লাহর সভাপতিত্বে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জামাল উদ্দিন, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মাধাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ মুহুরী, অধ্যক্ষ আবুল কাশেম।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম দর্জি, কেরণখাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হারুন অর রশিদ চেয়ারম্যান, বরকইট ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

Last Updated on July 13, 2024 10:11 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102