'এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলায় আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
১৮ দিনব্যাপী এই কার্যক্রমে জরায়ুমুখে ক্যানসার রোধে এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হবে।এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে।
উপজেলা পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (২১ অক্টোবর) মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত উদ্দিন বলেন, 'আজকের কিশোরী আগামী দিনের মা' সরকারি উদ্যোগে প্রাথমিকভাবে পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী, ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।ক্যানসার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়িত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার (নুপুর),প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা আবাসিক কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল রাজ্জাক,ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার মোঃ জহিরুল ইসলাম সরকার, এনজিও ব্যাক উপজেলা প্রোগ্রাম অফিসার কাজী নজরুল ইসলাম প্রমুখ।
সভায় ডা. এনামুল মুল হক বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনা মূল্যে দিচ্ছে।
টিকা পেতে নিবন্ধন করতে ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। (www.vaxepi.giv.bd)
উল্লেখ্য, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি, পাথের সহযোগিতায় মুরাদনগর উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম