কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিনতাই, ডাকাতি ও অস্ত্র সহ ২৬ মামলার আসামি আল-আমিনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার ( ২২ নভেম্বর) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের জগনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজসহ সন্ত্রাসী আল-আমিনকে গ্রেফতার করে যৌথবাহিনী। সে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা (থানা পুলিশ ও র্যাব-১১) আল-আমিনকে গ্রেফতারের চেষ্টা করছি। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আল-আমিন কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় নতুন করে একটি অস্ত্র মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আল-আমিনের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট ও ডাকাতি, দখল, চাঁদাবাজি, লুটতরাজ, অস্ত্র মামলাসহ ২৬টি মামলার রয়েছে। সর্বশেষ ৩ আগস্ট ছাত্র অভ্যুত্থান চলাকালে কুমিল্লায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে এই আল-আমিন।
Last Updated on November 22, 2024 10:49 pm by প্রতি সময়