কুমিল্লার তিতাস উপজেলা থেকে অনুমান ৬৫ বছর বয়সী এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চরকুমারীয়া চকের একটি ফসলি জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে তিতাস থানা পুলিশ। এ সময় উদ্ধারকৃত কঙ্কালটি উপজেলা চরকুমারীয়া গ্রামের ছক্কা মিয়ার স্ত্রী মরিয়মের (৬৫) বলে পরিবারের লোকজন সনাক্ত করে।
ওই নারী তার মামার বাড়িতে থাকতেন। তিনি নি:সন্তান ছিলেন ও ছাগল পোষতেন। গত ৫ আগস্ট ছাগলের ঘাস কাটতে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি। অনেক খোঁজাখোঁজির পর তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে স্থানীয় কৃষক কামাল হোসেন জমি পরিস্কার করতে এসে একপর্যায়ে জমির ঘাসের উপর মানুষের মাথারখুলী, হাত-পায়ের, রানের ও বুকের পাজরের হাড়ের অংশবিশেষ ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়।
পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন কঙ্কালের নীচে পড়ে থাকা মৃতের পড়নের সালোয়ার ও একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে কঙ্কালটি মরিয়মের বলে সনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ট্রিপল নাইন এ ফোন পেয়ে এসে মানব কঙ্কালের বিভিন্ন অংশ বিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষা কারানোর জন্য। পরীক্ষার রিপোর্ট এলে বুঝা যাবে কি কারনে তার মৃত্যু হয়েছে।
Last Updated on November 23, 2024 9:16 pm by প্রতি সময়