শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২ দেখা হয়েছে

দিনব্যাপী জমকালো আয়োজন ক্রুমিটিং, পদযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

 

শুক্রবার সকালে ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে পতাকা উত্তোলন ও প্রার্থনা সঙ্গীতের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিক শুরু হয়। এরপর পদযাত্রা কান্দিরপাড় প্রদক্ষিণ করে।

 

স্মৃতিচারণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.নিজামুল করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূইয়া। প্রধান স্কাউট ব্যক্তি ছিলেন কলেজের তৃতীয় রোভার স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার অধ্যাপক আব্দুস সামাদ। অতিথি ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী। কলেজের দ্বিতীয় রোভার স্কাউট লিডার কাজী মো.আব্দুল কাদির।

 

অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক ও কলেজের ১০ম সিনিয়র রোভার মেট মাসুক আলতাফ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো জহিরুল ইসলাম পাটোয়ারী, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মাজিদ, সাবেক রোভার স্কাউট লিডার প্রফেসর কাজী মো. মুজিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোঃ গোলাম সোহরাব হাসান, সহকারী রোভার স্কাউট লিডার খালেদ সাইফুল্লাহ ও কুমিল্লার আঞ্চলিক পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের ৮ ম সিনিয়র রোভার মেট গালিব আলম ফিরোজী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের যুগ্ম- আহ্বায়ক ও কলেজের ৯ ম সিনিয়র রোভার মেট মোহাম্মদ আবুল খায়ের।

অনুষ্ঠানে আরও অংশ নেন অধ্যাপক আবু তাহের, সাবেক সিনিয়র রোভার মেট মোস্তাফিজুল কাদের, মোঃ আব্দুল কুদ্দুস, এমকে আনোয়ার,শরীফুল ইসলাম চৌধুরী দিদার, পরিচালক রুহুল আমীন আজাদ, ডিডি এ এইচ এম মহসিন, মোঃ ইফতেখারুল আলম ভূইয়া, সাবেক সিনিয়র রোভার মেট মো. শাহাদাৎ হোসেন সরকার, মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান, জুনায়েদ আহমেদ কায়ছার, মো. খালেকুজ্জামান

অনুষ্ঠানের সদস্য সচিব ও সাবেক সিনিয়র রোভার মেট অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সাবেক জেলা সম্পাদক ও সিনিয়র রোভার মেট মাইন উদ্দিন, সাবেক সিনিয়র রোভার মেট দিদারুল হক রিমন, মো. আলাউদ্দিন সরকার, ওমর ফারুক, মো. আব্দুল হালিম, এমদাদুল হক, মো. জিয়াউল হক মোহন, মো. মাহবুবুল আলম, আ ছ ম শামচুছ ছেকীন, কায়েদ আহমেদ চৌধুরী, গোলাম ছারওয়ার, মো. ফখরুল ইসলাম, মো. জাবেদ হোসেন, রাসেল সরকার, সৈকত চন্দ্র ভৌমিক, তুহিন মিয়া ও বর্তমান সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা।

অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজের ১৯৭২ সাল থেকে দায়িত্বে থাকা রোভার স্কাউট নেতা, সিনিয়র রোভার মেট, রোভার ও বর্তমান রোভার এবং প্রাক্তন ও বর্তমান গার্লস ইন রোভাররা অংশ নেন। এ উপলক্ষ্যে একটি স্মারক স্যুভেনীরও প্রকাশিত হবে।

Last Updated on December 21, 2024 2:38 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102