প্রায় ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন আটক করেছে কুমিল্লা রিজিয়নের দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে এসব নিষিদ্ধ পলিথিন আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে টোলপ্লাজা এলাকায় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২৪-৫৪২০) থামিয়ে তল্লাশি করে ৮০ কেজি ওজনের ১শ বস্তা এবং ৫০ কেজি ওজনের ১০৫টি বস্তায় ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ আরও জানায়, কাভার্ডভ্যানটি ঢাকার ইমামগঞ্জ মধুপুর ট্রান্সপোর্ট হতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক যশোরের বেনাপোল দিঘিরপারের উজ্জল হোসেনকে আসামি করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ হতে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় মামলা এবং উদ্ধারকৃত পলিথিন ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
Last Updated on February 4, 2025 7:39 pm by প্রতি সময়