
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নে আল আমিন (২৮) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ পরিবারের।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালমারী ইউনিয়নের হাউশদি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আল আমিন ওই গ্রামের বারেক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক।
নিহতের ভাই আলম মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে আমাদের বাড়ির মসজিদের পুকুরপাড়ে পাশের বাড়ির ডালিমসহ ৪-৫ জন মিলে আমার ভাইকে মারধর করে। কী নিয়ে ঝগড়া হয়েছে বা কেন মেরেছে, তা এখনো বলতে পারি না। চিৎকার শুনে দৌড়ে গিয়ে ভাইকে বাড়িতে নিয়ে আসি। কিছুক্ষণ পর ভাবি বলে তোমার ভাই কেমন জানি করছে। পরে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে।
নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, পাশের বাড়ির ডালিমসহ কয়েকজন মিলে আমার স্বামীকে মেরে ফেলেছে। সে কারও সঙ্গে কখনও ঝগড়া-বিবাদ করেনি। কেন মেরেছে, জানি না। দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে এখন আমি কীভাবে চলবো?
দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।