মো. বাসির। ফাইলফটো। পাশে ট্রাক্টর চাপায় মৃত্যুর ঘটনায় স্থানীয়দের সড়ক অবরোধ #
ইট বোঝাই ট্রাক্টরের চাপায় বাসির (২২) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর-কুমিল্লা সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার জের ধরে স্থানীয় লোকজন গাছ ও ইট ফেলে প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, রবিবার সকাল ১১টায় উপজেলার মিরপুর কুমিল্লা সড়কের ষাটশালা পূর্বপাড়া শাহ পরান মার্কেটের পাশে ব্রিজের উপর বসে চা খাচ্ছিল সোহেল, সুজন, শান্ত, ও বাসির। এসময় পশ্চিম দিক থেকে ইট বোঝাই একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে ব্রিজে বসে থাকা যুবকদের মধ্যে বাসিরকে চাপা দিয়ে পাশের খালে ফেলে দেয়। বাকিরা লাফ দিয়ে ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। এলাকাবাসী এসে বাসিরকে উদ্ধার করে। তার অবস্থা আশঙ্কাজক দেখে তাকে ব্রাহ্মণপাড়া সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিক্ৎিসক মৃত ঘোষনা করে।সে ওই গ্রামের ইব্রাহিমের পুত্র।
প্রত্যক্ষদর্শী সোহেল, সোজন, শান্ত এ প্রতিনিধিকে জানায়, পশ্চিম দিক থেকে আসা ট্রাক্টরটির গতি ছিল অনেক বেশী যার কারনে ব্রিজের উপর এসে ট্রাক্টরটির কম বয়সী চালক এটি নিয়ন্ত্রন করতে পারেনি । আমরা তিনজন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ থেকে পানিতে পরে জিবন রক্ষা করি, কিন্তু বাসিরের উপর ট্রাক্টরের চাকা উঠে গিয়ে বাসিরের মাথায়এবং পিঠে প্রচন্ড আঘাত পাওয়ায় তার শেষ রক্ষা হলনা । এ সময় মুরাদনগর এলাকার দুলাল মিয়ার ছেলে ড্রাইভার মোঃ মালু (১৭) পালিয়ে যায়। একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে হেলপার রুহুল আমিন (১৭) কে আটক করে এলাকাবাসী । ঘটনার পর থেকে দুপুর ২ টা পর্যন্ত ওই এলাকার কয়েক হাজার মানুষ রাস্তায় গাছ ও ইট ফেলে কুমিল্লা-মিরপুর সড়ক বন্ধ করে রাখে । এ সময় রাস্তার দু-পাশে লম্বা যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসী বাসির হত্যার বিচারের দাবিতে মিছিল করে ।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, ওসি তদন্ত মোঃ জাকির হোসেন, এস আই ফয়সাল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। লাশের সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়।
#দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে protisomoy ফেসবুক পেইজে লাইক দিয়ে এবং protisomoy news ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অ্যাকটিভ থাকুন।
Last Updated on October 4, 2020 2:32 pm by প্রতি সময়