কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজার এলাকার যানজট নিরসনে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া সিদ্দিকা।
এসময় বাজারের অনেক দোকান মালিকদের দোকানের নির্দিষ্ট অংশের বাইরে (ফুটপাতে) ব্যবসা না করার জন্য সতর্ক করা হয়। বর্ধিত অংশে দোকান খুলে ব্যবসা করায় এবং চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে বাজারের মো. জলিল খা নামে এক দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা জানান, বাজারের যানজটের যন্ত্রনায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। বুধবারের মধ্যে যদি কোন দোকানেকে বর্ধিত অংশ (ফুটপাতে) পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
Last Updated on December 30, 2020 9:26 pm by প্রতি সময়