মৎস্য প্রশাসন ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে ভোলার তজুমদ্দিনের মেঘনায় বিপুল পরিমাণ অবৈধ জাল আটক করা হয়েছে।আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২জানুয়ারি) সকাল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদের নেতৃত্বে মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেঘনার বুকে জেগে উঠা বিচ্ছিন্ন চর মোজাম্মেল ও কলাতলী সংলগ্ন মেঘনা থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার মশারী জাল ও ২টি অবৈধ বেহুন্দি জাল আটক করা হয়। পরে আটককৃত জাল দুপুরে শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খাঁন, মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মো. নেছারউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক চপল রায় প্রমুখ।
Last Updated on January 12, 2021 11:31 pm by প্রতি সময়