বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুবিতে তিন কার্যালয়ে তালা, চাবি শিক্ষক সমিতির দায়িত্বে বিনামূল্যে সার বীজ পেলো নাঙ্গলকোটের কৃষকরা চান্দিনায় সড়কের বেহাল দশার সঙ্গে ঝুঁকি বাড়িয়েছে ভাঙ্গা কালভার্ট সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন উপাচার্যপন্থি শিক্ষক বরুড়ার মানুষ পরিবর্তন চায় : চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায় কুমিল্লার কালিরবাজারে ছাত্রদলকর্মী হত্যা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে জ্বলবে ৪৬ সোলার লাইট তীব্র তাপদাহ : কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল উপজেলা পরিষদ নির্বাচন : কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে টুটুল পাবেল বকুল সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড তীব্র গরমে অতিষ্ঠ মুরাদনগরের জনজীবন মাভাবিপ্রবিতে বেড়েছে ৩০ আসন‌ চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত

দাউদকান্দিতে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডে দুইজনের মৃত্যুর ঘটনায় পুলিশের মামলা

মোহাম্মদ আলী শাহীন, স্টাফ রিপোর্টার (দাউদকান্দি) কুমিল্লা
  • আপডেট টাইম শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ১৬৯ দেখা হয়েছে
# বৃহস্পতিবারের ছবি।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর বাস ষ্ট্যান্ডে মতলব এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে ইঞ্জিন গরম হয়ে শর্টসার্কিট থেকে লাগা আগুনে ঘটনাস্থলে পুড়ে ২জন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় শুক্রবার (১২মার্চ) দুপুরে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়,গত বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গৌরীপুর বাস ষ্ট্যান্ড মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগে।বাসটির সামনের অংশে বিকট শব্দে মুহুর্তের মধ্যে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনাস্থলে ৫বছরের শিশুসহ আগুনে পুড়ে ২জন নিহতের ঘটনায় আজ শুক্রবার(১২মার্চ) দুপুরে পুলিশের উপ-পরিদর্শক(এসআই)মোস্তফা কামাল বাদী হয়ে বাস মালিক মিজানুর রহমান ও চালক কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন-উপজেলার তিনপাড়া গ্রামের মো.রফিকুল ইসলাম (৬৫)ও বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাফিন (৫)।

দাউদকান্দি ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ ফয়েজ আহমেদ জানান,বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.নজরুল ইসলাম জানান,এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা হয়েছে।লাশ দু’টি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল ইসলাম খান বলেন,কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে নিহতদের পরিবারকে ২০হাজার টাকা ও আহত ৯জনের পরিবারকে ১০হাজার টাকা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১মার্চ) সন্ধ্যায় গৌরীপুর বাস ষ্ট্যান্ড মোড়ে মতলব এক্সপ্রেসের একটি চলন্ত যাত্রীবাহী বাসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ঘটনাস্থলে ৫বছরের শিশু সহ দু্ইজনের মৃত্যু হয়।

# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

Last Updated on March 12, 2021 8:23 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102