নক্ষত্রখচিত আকাশ থেকে আরো একটি
উজ্জ্বল নক্ষত্র বড়ো অসময়ে
আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে
খসে পড়লো।
আমাদের কীর্তিমান অগ্রজেরা
নিঃশব্দে প্রস্থান করছেন কালান্তরে।
মৃত্যুর মিছিলে অনুগামী হলেন
আমাদের বটবৃক্ষ কমরেড জাকির ভাই।
তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক
বীর মুক্তিযোদ্ধা,
ন্যাপ-কমিউনিষ্টপার্টি -ছাত্র ইউনিয়ন
যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার
কমরেড জাকির হোসেন।
মুণ্ডহীন রাজনীতির রাজ্যে
তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন।
সকলের সাথে ছিল তাঁর সখ্যতা
অথচ অন্যায়ের তিনি করেননি আপোষ।
সমাজ জোড়া লোভী বামুনের ভীড়ে
কমরেড জাকির হোসেন
রাজনীতির পরিচ্ছন্ন দীঘল পুরুষ।
চতুর্দিকের রঙ্গিন মুখোশের মেলায়
অপার্থিব আলো ছড়াতো
কমরেড জাকির ভাই আর
ভাবী শরমিন কাদেরের প্রাণবন্ত হাসিমাখা মুখ।
গণমানুষের নেতা কমরেড জাকির হোসেন
আর নারীনেত্রী শরমিন কাদের যেনো
সমাজ প্রগতির যুগলবন্দী।
মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের নেতা
জেলখাটা প্রগতিশীল রাজনীতির নেতা
কমরেড জাকির হোসেন
চির ভাস্বর আমাদের হৃদয়ে
কারণ হৃদয় তো বামেই থাকে।
Last Updated on March 13, 2021 12:42 pm by প্রতি সময়