গোধূলির আবিরে রাঙা অস্তায়মান লাল সূর্য।এক নৈসর্গিক নীরবতা।সূর্যের রক্তিম আলোর ছটায় রঙের মেলায় সেজেছে প্রকৃতি।নদীর তীরের সূর্যাস্তের এক মনোমুগ্ধকর সৌন্দর্য।দু’চোখের তৃষ্ণা যেন মেটে না।ছবিটি মেহেরপুর জেলার মুজিবনগরের বিশ্বনাথপুরে ভৈরব নদীর তীর থেকে ক্যামেরা বন্দি করেছেন আমাদের প্রতিনিধি রাজু আহমেদ।