কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে সৈয়দ গাজীউল হক চৌধুরী তার সহধর্মিনী নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী নবাব ফয়েজুন্নেছার অনুপ্রেরণায় ১৯০২ সালে নিজ গ্রামের চৌধুরী বাড়ির পূর্বপার্শ্বে অপূর্ব কারুকাজ খঁচিত তিন গম্বুজ বিশিষ্ট একটি মনোরম মসজিদ নির্মাণ করেন। যা ভাউকসার পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নামে পরিচিত। ভারতীয় নির্মাণ শ্রমিক দ্বারা তৈরি মনোরম স্থাপত্য শৈলীর এ মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছিল চুন শুড়কি। মসজিদের ভেতরে গম্বুজের পরো অংশ জুড়ে রয়েছে নানা রকমের নকশা। দেশি বিদেশি পর্যটকরা ভাউকসার গ্রামের এ অপূর্ব মসজিদটি দেখতে আসেন। ছবি তুলেছেন সাদিক মামুন।