বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে মিথ্যাচার করছে : চান্দিনায় শান্তি সমাবেশে আ’লীগ নেতৃবৃন্দ

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪৭০ দেখা হয়েছে

কুমিল্লার চান্দিনা উপজেলা আওয়ামী লীগের নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়ন-অগ্রগতির সকল সূচকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি -জামায়াত জোট দেশ বিরোধী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাই দলের নেতাকর্মীদের এসব অপতৎপরতা বিরুদ্ধে ঐক্যবব্ধ থাকতে হবে। আজকে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে মিথ্যাচার করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাই আমরা যারা আওয়ামী লীগের রাজনীতি করি আমাদেরকেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তৃণমূলে পৌঁছে দিতে হবে। আজকে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের আরেক নাম বাংলাদেশ। কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটসহ অবকাঠামো উন্নয়ন দৃশ্যমান। এসব উন্নয়নে বিএনপি-জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা দেশব্যাপী নৌরাজ্য চালাচ্ছে।

 

রোববার (৫ মার্চ) বিকেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে চান্দিনা মোকামবাড়ী শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত শান্তি সমাবেশে এসব কথা বলেন নেতৃবৃন্দ।

 

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন সিআইপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নূরুল ইসলাম তুহিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, কেরনখাল ইউপি আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ।

 

শান্তি সমাবেশের আগে উপজেলা সদরের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

শান্তি মিছিলে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ মমতাজ, মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নির্মল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক হেদায়েত উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এনায়েত উল্লাহ্ ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক, শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর আবদুর রব, সদস্য ও চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সী, পৌর আওয়ামীলীগ সভাপতি মো. আবদুল জলিল, সহ-সভাপতি কাউন্সিলর আক্তার আহমেদ নাদিম, হাজী শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুস ছালাম কাউন্সিলর, মো. মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. ইমাম হোসেন সরকার, মো. খোরশেদ আলম, একেএম মামুনুর রশিদ আবু, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি কাজী ইয়াছিন আহমেদ অভি, উপজেলা তাঁতীলীগ সভাপতি মো. আবদুল হালিম মেম্বার প্রমুখ।

Last Updated on March 5, 2023 8:14 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!