রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

সহশিক্ষা কার্যক্রম মেধাকে বিকশিত করে : কুমিল্লা আইডিয়াল কলেজের অনুষ্ঠানে বক্তারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৭৭ দেখা হয়েছে

স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায় এ স্লোগানকে ধারণ করে সাফল্যের পথে এগিয়ে চলা কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার একটি বড় অংশ। পড়াশোনার পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রমগুলো নিজের মেধাকে বিকশিত করে।

শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য যেমন পড়াশোনায় অধিকতর মনোযোগী হতে হবে, তেমনি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হিসেবে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। এ ধরনের অংশগ্রহন শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মনোবল তৈরি করবে। পড়াশোনা ও ক্রীড়া সংস্কৃতিতে অগ্রগণ্য ভূমিকা রাখার মধ্য দিয়ে আজকের শিক্ষার্থীরাই আগামীতে স্মার্ট বাংলাদেশের স্মার্ট ও আলোকিত নাগরিক হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা শিখবে আনন্দের সঙ্গে, উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগ্রহের সঙ্গে।

শনিবার (১৮ মার্চ) কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকায় অবস্থিত কুমিল্লা আইডিয়াল কলেজের হলরুমে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহাম্মদ এলটি, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার, কুমিল্লা আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, কাহেতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সভাপতি কাজী নঈম উদ্দীন আহম্মেদ।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার ও কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মিঠুন মজুমদার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, সাইফুল ইসলাম, সুনীল চন্দ্র দাস।

 

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

Last Updated on March 18, 2023 5:35 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102