শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার সদর দক্ষিণে রেল ক্রসিয়ে বাবা-ছেলে হোমনায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৭ দেখা হয়েছে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় রেল ক্রসিংয়ে বাবা-ছেলে এবং হোমনায় ট্রাক চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন।

শনিবার (৩ জুন) এ দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এদিন বিকেলে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলওয়ে স্টেশন সংলগ্ন জেলখানা বাড়ি এলাকার রেল ক্রসিং পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা বাবা-ছেলে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহতরা হচ্ছে- সিএনজি অটোরিকশার চালক কুমিল্লা সদর উপজেলার বাতাইছড়ি, পাকামুড়া এলাকার মোঃ সোহাগ (৩৫) এবং তার পুত্র সোহেল রানা (১২)।

জানা গেছে, সিএনজি চালক সোহাগ তার লাকসামের মুদাফফরগঞ্জের বাড়ি থেকে ছেলেকে নিয়ে দাদার বাড়ি কালির বাজারে যাচ্ছিলেন। এসময় জেলখানা বাড়ি রেল ক্রসিংয়ে সিএনজি অটো রিকশা পৌঁছলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্ত:নগর ট্রেনের সাথে কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ে লাকসাম থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, আমরা মরদেহগুলোকে উদ্ধার করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি।

এদিকে কুমিল্লার হোমনায় ট্রাকচাপায় মা মেয়ে নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার এক বছরের মেয়ে সাউদা।

পুলিশ জানায়, শনিবার সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের বহনকৃত অটোরিকশাটি হেলে পড়ে। এসময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা কন্যা সন্তান সাউদা ট্রাকের চাকার নিচে পরে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও ঘাতক ট্রাক আটক করা হয়েছে। দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Last Updated on June 3, 2023 9:49 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102