রোগীদের আকৃষ্ট করার জন্য কুমিল্লা-ঢাকার নামিদামি চিকিৎসকদের পরিচিতির তালিকা সম্বলিত বিশাল সাইনবোর্ড টানানো হয় হাসপাতালের সামনে। আবার অত্যাধুনিক মেশিনে সব ধরনের রোগের পরীক্ষা নিরীক্ষার দৃষ্টিনন্দন প্রচারণাও করে থাকে কিছু ডায়গনস্টিক সেন্টার। কুমিল্লা নগরীতে এমন ধরনের প্রচারণা চালানো দুটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের টিম।
কুমিল্লা নগরীর মেট্রোপলিটন হাসপাতাল ও মেডিকন ডায়াগনস্টিক নামের দুইটি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র না থাকায় এবং চিকিৎসাসেবায় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সিলগালা এবং তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান ও ডা. মো. আবদুল কাউয়ুম।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান বলেন, নগরীর বাদুরতলায় মেডিকন ডায়াগনস্টিক নামের প্রতিষ্ঠানটি পরিচালনার কোন অনুমতি পত্র নেই। তারা অনুমতি ছাড়াই রোগী ভর্তি, পরীক্ষা ও অস্ত্রপচার করে যাচ্ছিল। এছাড়াও তারা সকল পরীক্ষার দামও বেশি রাখে।জরুরী বিভাগের ভেতর শুধু দুইটা বেড ছাড়া আর কিছুই নেই। এমন অনিয়মের কারণে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মনোহরপুর এলাকায় মেট্রোপলিটন হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও রোগী দেখার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকাসহ নানান অভিযোগে হাসপাতালটিকে সিলগালা এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Last Updated on September 7, 2023 9:36 pm by প্রতি সময়