শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে : অর্থমন্ত্রী

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ দেখা হয়েছে

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এবং বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভৌগোলিক মুক্তি এনে দিয়েছিলেন। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ বিশ্বের দরবারে একটি  অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।  কিন্তু বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয় নাই ঘাতকরা। জাতির পিতার স্বপ্ন পূরণের কাজটি করে যাচ্ছেন তার উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল দেশ হিসেবে গড়ে তুলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আধুনিক বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের যথাসাধ্য সহযোগিতা করতে হবে জাতির পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে।

 

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুরস্থ অর্থমন্ত্রীর বাড়িতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাত ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

 

সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম। এ সময় লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি কামরুল হাসান শাহিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম ও লুৎফর রহমান লুতুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইসরাক মাহমুদ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক খন্দকার সোহেল রেজা, বিজয়পুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী হুমায়ুন কবির, বারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম, চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, গলিয়ারা উত্তর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কামাল হক, জোড়কানন পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ও সদর দক্ষিণ  উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু প্রমুখ।

Last Updated on September 22, 2023 9:01 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102