শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কুমিল্লার বর্তমান এমপিসহ ৪২ নেতা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৯০ দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন কুমিল্লার আওয়ামী লীগ নেতারা। দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও জেলার ১১টি আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। এরই মধ্যে অনেকেই সংগ্রহকৃত ফরম পূরণ করে জমাও দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা নিজে গিয়ে দলীয় ফরম সংগ্রহ করছেন। আবার অনেকে তার সমর্থক নেতার মাধ্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দুই দিনে জেলার ১১টি আসন থেকে অন্তত ৪২ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

 

মনোনয়ন ফরম বিতরণের শুরুর দিন থেকে সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) সুবিদ আলী ভূইয়া এমপি ও তার পুত্র দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রফেসর ড. আবদুল মান্নান জয়, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসান।

 

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সেলিমা আহমেদ মেরী এমপি, হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপিতি অধ্যাপক আবদুল মজিদ, হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম।

 

কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার ও ডা. ফেরদৌস খন্দকার।

 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে এডভোকেট আবুল হাসেম খান এমপি, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মিঠু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ আবদুল জলিল, আওয়ামী লীগ নেতা শাহজালাল মোল্লা, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুছ ছালাম বেগ, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল বারী, প্রয়াত এমপি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর ছোট ভাই কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস।

 

কুমিল্লা-৬ আসন থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, আঞ্জুম সুলতানা সীমা এমপি, ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম।

 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ড. প্রাণ গোপাল দত্ত এমপি, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশ্রাফ টিটু ও এডভোকেট শাহজালাল মিঞা শিপন।

 

কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এজেডএম শফিউদ্দিন শামীম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম।

 

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে এলজিআরডি মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি।

 

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ,লালমাই, নাঙ্গলকোট) আসন থেকে অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মজুমদার।

 

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি।

 

জানা গেছে, মঙ্গলবার (২১ নভেম্বর) মনোনয়ন ফরম ক্রয়ের শেষদিন জেলার আওয়ামী লীগ নেতাদের অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করবে। ধারণা করা হচ্ছে কুমিল্লার ১১টি আসনে অর্ধশত মনোনয়ন প্রত্যাশি ফরম ক্রয় করতে পারেন।

Last Updated on November 20, 2023 7:30 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102