বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

শিক্ষার আলো ছড়িয়ে বাউবি এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে : হাতিয়ায় উঠোন বৈঠকে আঞ্চলিক পরিচালক

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫৮ দেখা হয়েছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নোয়াখালী উপ-আঞ্চলিক কেন্দ্রের অন্তর্গত বাংলাদেশের অন্যতম দ্বীপ উপজেলা হাতিয়ার হাতিয়া ডিগ্রি কলেজ স্টাডি সেন্টারের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ নভেম্বর) হাতিয়া ডিগ্রি কলেজে বাউবি’র বিভিন্ন প্রোগ্রামের প্রমোশনাল কাজ সম্পর্কে জনঅবহিতকরণ এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এটি বাউবি’র নতুন কনসেপ্ট।

 

দেশের প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় এলিট সম্প্রদায় এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বাউবি’র এই উঠোন বৈঠক স্থানীয় পর্যায়ের সাধারণ মানুষের মাঝে বেশ আশার আলো জাগিয়েছে এবং সৃষ্টি করছে প্রানচাঞ্চল্যের।

 

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শারফুদ্দীনের সভাপতিত্বে উঠোন বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাউবি’র কুমিল্লা অঞ্চলের পরিচালক টি এম আহমেদ হুসেইন।

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মাহমুদুল আমিন, উপ-আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হাবিব উল্যা।

 

প্রধান অতিথির বক্তব্যে বাউবি কুমিল্লা অঞ্চলের পরিচালক টি এম আহমেদ হুসেইন বলেন, শিক্ষাকে মানুষের দোরগড়ায় পৌছাঁনোর অন্যতম দায়িত্ব কাঁধে নিয়েছে বাউবি এবং সে লক্ষ্যে বাউবি’র সকল প্রোগ্রামের প্রচারনার নিমিত্তে বাউবি’র সকল শিক্ষক, কমর্কর্তা-কমর্চারী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার আলো ছড়িয়ে বাউবি এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে।

 

 

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ শারফুদ্দীন বলেন, হাতিয়া উপজেলার প্রায় প্রতিটি ঘরে ঘরে বাউবি থেকে পাশকৃত কোন না কোন প্রোগ্রামের শিক্ষার্থী রয়েছেন। যাদের একসময় কোন না কোন কারণে শিক্ষা জীবনে ব্যতয় ঘটেছিল, তারা আজকে বাউবির বদৌলতে তারা সুন্দর শিক্ষা জীবন উপভোগ করছেন। তাদের প্রতি রইলো অভিনন্দন। আর যারা বাউবির বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়ন করছেন তাদের সাফল্য কামনা করছি।

 

 

উঠোন বৈঠকে কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ সামিউল হক বলেন, হাতিয়া উপজেলা চারদিক দিয়ে নদী সাগর ঘেরা। এই দ্বীপ উপজেলায় প্রায় প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ডিফেন্সের সদস্য, এনজিওকর্মী এবং পুলিশের অনেক সদস্য বাউবি’র বিভিন্ন প্রোগ্রাম থেকে পাস করে প্রশংসনীয় ও সম্মানিত পদে চাকুরী করছেন।

 

 

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল খায়ের রাতুল বলেন, হাতিয়া তথা দেশের প্রতিটি প্রান্তিক লেভেলে বাউবি মানুষের মনে আশার আলো এবং জীবন গঠনে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে। হাতিয়া এবং নিঝুমদ্বীপের জন্য বাউবি আশির্বাদ হিসেবে অবর্তীর্ণ হয়েছে।

 

 

বিখ্যাত এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার কর্ণধার মেফতাহ উদ্দিন বাকু বলেন, বাউবি তথা জনস্বার্থে প্রত্যেকেই বাউবি’র শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারেন। সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে বাউবি’র প্রান্তিক পর্যায়ের এই প্রচারনা কৌশল সহায়ক ভূমিকা পালন করবে। কারণ বাউবি’র কল্যাণে দেশের যে কোন বয়স পেশার পুরুষ-মহিলাগণ অর্থাৎ ঝরে পড়া সকল মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে।

 

 

প্রসঙ্গত, ‘বাউবি’র দীক্ষা : সবার জন্য উন্মুক্ত কর্মমখুী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা’- বাউবি’র বর্তমান উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভূ-বিজ্ঞানী ও ভূমিকম্প বিশেষজ্ঞ প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতারের উদ্ভাবনী ও সৃষ্টিশীল এ স্লোগানকে ধারণ করে যে কোন বয়স পেশার পুরুষ-মহিলাদের জন্য যার যার যোগ্যতার ভিত্তিতে সারা জীবনব্যাপী যে কোন প্রোগ্রামে বাউবিতে অধ্যয়ন করার সুযোগ রয়েছে।

Last Updated on November 24, 2023 9:30 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!