কুমিল্লার একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার পেরপেটি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে উপজেলার ১৮টি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।এর মধ্যে ১৩ জন কে ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে ১৮ জন কে বৃত্তি দেওয়া হয়। বৃত্তি হিসেবে শিক্ষার্থীদের নগদ টাকা, উপহার ও সনদ দেওয়া হয়।
পেরপেটি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের যুগ্ম সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ছাড়াও ৯৭০ জন রোগী কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নাক কান ও গলা বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসক দিপংকর লোধ, নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তানভীর হাসান জুলহাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক মোজাম্মেল হক, দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান মজুমদার, পেরপেটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইনকিয়াদ মোহাম্মদ, প্রধান শিক্ষক মো. ছফিউল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর হোসেন মজুমদার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক ছাত্র খোরশেদ আলম মজুমদার, সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল পারভেজ।
Last Updated on December 1, 2023 8:34 pm by প্রতি সময়