শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুড়িচংয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি!

মারুফ আহমেদ কল্প, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৮৮ দেখা হয়েছে

কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের একই গ্রামে এক সপ্তাহের ব্যাবধানে তিন বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট।

 

জানা যায়, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার ছিদ্দিকুর রহমানের বাড়িতে গত ৪ এপ্রিল গভীর রাতে গেইটের তালা কেটে দেশীয় অস্র হাতে মুখোশ পড়া অবস্থায় ৫ জনের একটি দল ঘরের ভিতর ঢুকে, ঘরের লোকজন টের পেয়ে চিৎকার করতে গেলে ডাকাতরা অস্রের ভয় দেখিয়ে তাদের মুখ চেপে ধরে হাত-পা বেঁধে তাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে আলমারিতে রক্ষিত নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা ও এক জোড়া কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে ডাকাত দল চলে যায়।

 

এ ঘটনার কয়েকদিন পরই ঈদের আগের রাতে ছিদ্দিকুর রহমানের পাশের বাড়ি সৌদি প্রবাসী মাহমুদুল হাসান আশিকদের ঘরে একই কায়দায় গেইটের তালা কেটে ঘরের ভিতরে ঢুকে আশিকের মা সহ ঘরের সকলকে অস্রের ভয় দেখিয়ে ঘরে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও কানের দুলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

 

দুই দিন পরই আবার একই গ্রামের মফিজুল ইসলামের বাড়িতে ফ্রান্স প্রবাসী ইমাম হোসেনের ঘরে গত রোববার গভীর রাতে বারান্দার গেইটের শিকলসহ তালা কেটে মুখোশ পড়া হাতে দেশীয় অস্র নিয়ে ঘরের ভিতরে ঢুকেই ইমামের স্ত্রী রুমি আক্তারকে ধারালো ছুরির আঘাত করে, তারপর সকলকে জিম্মি করে গলার চেইন ও কানের দুল নিয়ে যায়।

 

ঘটনার পরদিনই বাড়িগুলোর আশেপাশের দেশীয় অস্ত্র, জুতা, শার্ট ডাকাতদের ব্যবহারিত ফেলে যাওয়া জিনিসপত্র পাওয়া যায়।

 

এসব ঘটনার বিবরণ দিয়ে ছিদ্দিকুর রহমানের ছেলে আব্দুল কাদের ৫/৬ জনকে অজ্ঞাত নামা আসামী করে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ করেন।

 

এদিকে পরপর বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় ওই গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে আছেন। এমন ঘটনা যেন আর পুনরায় না ঘটতে পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারিসহ সহযোগিতা কামনা করেন তারা।

 

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) কানন চৌধুরী বলেন, ডাকাতির বিষয়টি আমরা শুনেছি, ঘটনাস্থল আমাদের অফিসাররা তদন্ত করেছে, বিষয়টা নিয়ে আমাদের টিম কাজ করছে।

Last Updated on April 16, 2024 10:20 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102