বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগের রাজনীতি করতে হবে যাতে আমরা দিন বদলের যোদ্ধা আমরা হতে পারি, যাতে আমরা সমাজ বদলের কর্মী হতে পারি।ছাত্র রাজনীতি করার মাধ্যমে রাজনৈতিক গুণাবলী অর্জন করা সহজ হয়। রাজনীতির মাধ্যমে সমাজের একজন কর্মী হিসেবে নিজেকে অধিষ্ঠিত করা যায়।
তিনি বলেন, কেউ ছাত্রলীগ করুক বা না করুক, কুমিল্লা মহানগরের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা যেন বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ করার সারথি মনে করে। আমাদের সমাজে যেসব মৌল তৎপরতা রয়েছে সেটি দেশ ধ্বংসের রাজনীতি হোক, সেটি শিক্ষাঙ্গনে রণঙ্গনতা তৈরির অপরাজনীতি হোক, সেটি এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিহ্নের অপতৎপরতা হোক, সেসব নির্মূলে কুমিল্লার তারুণ্যকে ঐক্যবদ্ধ করতে হবে।
মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলনে উদ্বোধক হিসেবে যোগদান করে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আরও বলেন, কুমিল্লা মহানগর ছাত্রলীগ শাখা এমনভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করবে যারা রাজনীতি করে না তাদের কাছেও কুমিল্লা মহানগর ছাত্রলীগ ইউনিক হিসেবে সবসময় থাকে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমাদের নেতাকর্মীরা যেন কর্মোপযোগী শিক্ষা ব্যবস্থা লাভ করার সুযোগ পায়। আমাদের নেতাকর্মীরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ থাকে। ছাত্রলীগকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রটি, বেশি মেধাবী মেয়েটি যাতে ছাত্রলীগের কর্মকান্ডে জড়িত থাকে। যে মেয়েটি সবচেয়ে বেশি ভালো গান গায় যে ছেলেটি সবচেয়ে সুন্দর কবিতা আবৃত্তি করে, এই ছেলেটি সবচেয়ে বেশি সুন্দর বক্তৃতা করে, ছেলেটি সবচেয়ে বেশি সাহসী পরিশ্রমী, আত্মপ্রত্যয়ী লড়াই করতে জানে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হবে। আমাদের বাবা মায়েরা আমাদের জন্য গর্ব করে বলবে আমার ছেলে আমার মেয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
সম্মেলনে কুমিল্লা মহানগর ছাত্রলীগের এক বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সম্মেলনে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করদ হয়। এছাড়াও শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, টিটু মজুমদারকে সহ-সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক পদে দিদারুল হক আকাশের নাম ঘোষণা করা হয়।
Last Updated on May 12, 2024 12:00 am by প্রতি সময়