প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শাহিদা আক্তার ও তার স্বামী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।
এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন উপস্থিত ছিলেন।
বুধবার (১৫ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, আগামী ২৯ মে দেবিদ্বার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের স্ত্রী শাহিদা আক্তার ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Last Updated on May 18, 2024 6:25 pm by প্রতি সময়