কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম ওরফে মতি মাষ্টার ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বুধবার (২২মে) রাত ৯টায় মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। ওইদিন দুপুরে তিনি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উপজেলা পর্যায়ে বিএনপি রাজনীতিতে মতি মাষ্টার নামে পরিচিত এই নেতা অগ্রগন্য ভূমিকা রাখছেন। তৃণমূলের রাজনীতিতে ইউনিয়ন বিএনপির প্রাণপুরুষ ছিলেন মতি মাষ্টার।
বিএনপির প্রবীণ নেতা মতি মাষ্টারের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি এক শোক বার্তায় জানান, শ্রদ্ধাভাজন মতি মাষ্টারের মৃত্যুতে আমরা এককজন মানবিক মানুষকে হারালাম। তিনি ছিলেন ছিলেন রণাঙ্গনের জিয়ার সৈনিক, রাজপথে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি একজন কর্মীবান্ধব নেতা ও ধর্মপরায়ণ ছিলেন।
Last Updated on May 23, 2024 7:49 pm by প্রতি সময়