রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ১৫ নৌকা এলো কুমিল্লায়

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৩ দেখা হয়েছে
কুমিল্লার বন্যাকবলিত এলাকার জন্য গোপালগঞ্জ থেকে ১৫টি নৌকা আনেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ কে এম জিলানী

গোমতীর বাঁধ ভেঙ্গে পানিতে তলিয়ে যাওয়া কুমিল্লার বুড়িচং ও পাশের উপজেলা ব্রাহ্মণপাড়ার অন্তত ৫০টি গ্রামের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। দুই উপজেলার দুর্গম গ্রামগুলোতে নৌকা বা পানির বাহনের অভাবে উদ্ধার ও ত্রান কার্যক্রম ব্যহত হচ্ছে। একটু সহযোগিতা, খাবার ও একটি শুকনো বস্ত্রের জন্য হাহাকার চলছে পানিবন্দি ভেতরের গ্রামগুলোতে।

 

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নৌকা সংকটের কারণে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী পৌঁছানো যাচ্ছে না ভেতরের গ্রামগুলোতে, এমন পোষ্ট ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এ কে এম জিলানীর নজরে আসে। এরপর তিনি তার নিজ গ্রাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ১৫টি নৌকা নিয়ে কুমিল্লায় আসেন।

 

রবিবার (২৫ আগস্ট) কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকায় নৌকাগুলো নিয়ে এসে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনার জন্য বন্যা কবলিতদের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের টিমের কাছে বুঝিয়ে দেন। যেসব গ্রামে বন্যা কবলিতদের উদ্ধার ও খাবার ও ত্রানসামগ্রী পৌঁছানোর কাজটি নৌকা বা পানির বাহন ছাড়া সম্ভব হচ্ছে না, সেখানে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করবে স্চ্ছোসেবক দলের টিম।

 

এবিষয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এ কে এম জিলানী বলেন, ‍কুমিল্লার বন্যা পরিস্থিতি খবই নাজুক। আমরা গতকাল শনিবার কুমিল্লায় এসেছি। খাবার নিয়ে এলেও রিমোট এরিয়ায় দিতে পারিনি। এখানে নৌকা বা পানির বাহন ছাড়া কাজ করা অসম্ভব। তাই সঙ্গে সঙ্গে আমার এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া খবর দিয়ে ১৬টি নৌকার ব্যবস্থা করি। আজ রবিবার ১৫টি নৌকা কুমিল্লায় আনা হয়েছে। একটি লক্ষ্মীপুর পাঠিয়েছি। চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রামসহ সারা দেশে আমাদের টিম কাজ করছে। এছাড়াও দেশের সকল বন্যা কবলিত জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। আমাদের পর্যাপ্ত পানি, খাবার, শুকনো খাবার, শিশুখাদ্য ও গো-খাদ্য আছে। শুধু সঠিক মনিটরিং করে সেগুলো বন্যার্তদের মাঝে পাঠানো দরকার।

 

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি পারভেজ আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আলীম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়াসহ কুমিল্লা দক্ষিণ জেলা ও বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Last Updated on August 25, 2024 7:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102