কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছেন মুরাদনগর উপজেলার শাখার তরিকত ঐক্য পরিষদ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি শেষ করে তরিকত ঐক্য পরিষদ। শোভাযাত্রায় তরিকত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে মিলাদ শুরুর আগে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের সভাপতি মোঃ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি হালিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক মোক্তার, মুরাদনগর নবীপুর পূর্ব শাখার সভাপতি শফিক মাষ্টার, দপ্তর সম্পাদক আরিফ মাষ্টার।
পরে মিলাদ পরিচালনা করেন মাওলানা হান্নান শাহ।
Last Updated on September 16, 2024 8:53 pm by প্রতি সময়