কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহআটক হয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে সফুল্লাকান্দি এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম শাহ আলী। তিনি হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম।
ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনীর একটি টিম ইউপি সদস্য শাহ আলীর বাড়িতে অভিযান চালিয়ে দা, ছেনি, ছুরিসহ ৭-৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
Last Updated on September 19, 2024 8:35 pm by প্রতি সময়