স্কুলে যাওয়ার পথে কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় মো. সাকিব আল হাসান (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব আল হাসান চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে চান্দিনা পৌরসভার বাগান বাড়ি এলাকার লুৎফর রহমান মাষ্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকিব মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে স্কুলে যাওয়ার পথে কাঠেরপুল এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মেডিকেল নিয়ে যায়।
এবিষয়ে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত স্কুলছাত্রকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা থেকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু ঘটে তার । পরে পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়। তবে এই ঘটনায় নিহতের পরিবারের কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
Last Updated on September 26, 2024 10:41 pm by প্রতি সময়