বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা উপভোগ করতে গিয়ে মো. মাহবুবর রহমান পাপ্পু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মাহবুবর রহমান পাপ্পু কুমিল্লার চান্দিনা উপজেলার ১নং শুহিলপু ইউনিয়নের শালিখা গ্ৰামের মৃত আব্দুল মজিদ চেয়ারম্যানের নাতি ও মৃত জাহাঙ্গীর মিয়াজীর ছেলে। সে ঢাকার কারওয়ান বাজারে ওয়ান ব্যাংক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৭) সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝর্ণা এলাকায় বন্ধুদের সঙ্গে ঝর্ণার দৃশ্য উপভোগ ও ঘুরতে গিয়ে পাহাড় ধসে তার মৃত্যু ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নিহতের আত্মীয় মোঃ মাসুম বিল্লাহ সন্ধ্যায় জানান, ছুটির দিনে বন্ধুদের সাথে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যায় পাপ্পু। সেখানে পাহাড় ধসে তার উপর পড়লে ঘটনাস্থলেই মারা যায় পাপ্পু। সেখান থেকে লাশ উদ্ধার করে ঢাকার বাসায় নিয়ে যায় হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে গ্ৰামের বাড়ি কুমিল্লার চান্দিনার শালিখা গ্ৰামে এনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
Last Updated on September 27, 2024 8:23 pm by প্রতি সময়