মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানিগঞ্জ এলাকায় অবস্থান নেয়।
এসময় মুসল্লীরা বলেন, ভারত মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি নবী মুহাম্মদ (সা.) কে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অনতিবিলম্বে কটূক্তিকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ভারত সরকারকে। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
Last Updated on September 27, 2024 8:51 pm by প্রতি সময়