কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের প্রত্যেকের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশন।
বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুরবুড়িয়া গ্রামের বন্যাদুর্গত পরিবারগুলোর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে বন্যায় বাস্তুচ্যুতদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Last Updated on October 1, 2024 8:42 pm by প্রতি সময়