শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যের আলোকে কুমিল্লার বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বরুড়া উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক মোঃ মাইনুল ইসলাম, আগানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, রাজামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ চৌধুরী, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোঃ আইয়ুব আলী।
সভায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুহিনুর কবিতার সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হক, মুড়িয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম প্রমুখ।
এসময় বরুড়া উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Last Updated on October 5, 2024 9:12 pm by প্রতি সময়