কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ও কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়ক এলাকার ফুটপাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চার ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২০ নভেম্বর) রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান জানান, কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে থাকে। কিন্ত কিছু লোক ফুটপাতের ওপর দোকানপাট বসিয়ে সাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর অবৈধভাবে দোকানপাট গড়ে তোলা চার ব্যক্তিকে জরিমানা ও প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এদিকে বুধবার রাতে অপর একটি অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় যাত্রাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বিলে ১টি ড্রেজার মেশিন ও ২ হাজার ফুট পাইপ অপসারন করা হয়।
Last Updated on November 21, 2024 6:12 pm by প্রতি সময়