কুমিল্লার মেঘনায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে মাদক কারবারের সঙ্গে জড়িত আপন ভাইসহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। পরে গ্রেফতারদের দেওয়া তথ্যে বিপুল পরিমাণের মাদক, নগদ বাংলাদেশী টাকা ও ভারতীয় রুপি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে এ অভিযান চালায় যৌথবাহিনী।
গ্রেফতাররা হলেন, মেঘনা লুটের চর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আলেক মিয়ার ছেলে মোহাম্মদ আলম,মোহাম্মদ আলী ও ইমাম হোসেন এবং একই গ্রামের বারেক মিয়ার মেয়ে হাসনারা ও আব্দুস সাত্তারের মেয়ে রাজিয়া বেগম।
বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানা ওসি আব্দুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদপুর গ্রামের বগাবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বসতঘরের ভিতর থেকে গাঁজা ৬৪ কেজি, ইয়াবা ২৬৪ পিস উদ্ধার করা। এছাড়াও নগদ অর্থ ১৫ হাজার ৪৯০ টাকা, ভারতীয় ১০০ রুপি, মোবাইল ফোন ৭টি জব্দ করা হয়
Last Updated on December 3, 2024 9:39 pm by প্রতি সময়